(বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াডের ট্রেনিং প্রোগ্রাম থেকে সংগৃহীত)
ত্রিভুজের ভুমি এবং উচ্চতা দেয়া থাকবে, এর ক্ষেত্রফলের দ্বিগুন বের করতে হবে।
ইনপুট
ইনপুট ফাইলের প্রথম লাইনে থাকবে টেস্ট কেসের সংখ্যা T (T≤50). এরপরে T সংখ্যক লাইন থাকবে যার প্রতিটিতে দুটি করে পূর্ণ সংখ্যা B এবং H থাকবে যারা যথাক্রমে ভূমি এবং উচ্চতা নির্দেশ করে। এখানে 1 ≤ B, H ≤ 1000.
আউটপুট
প্রতিটি কেসের জন্য একটি করে লাইন প্রিন্ট করতে হবে যেখানে “Case X: Y” লেখা থাকবে, যেখানে X হচ্ছে 1 থেকে শুরু করে কেসের নম্বর এবং Y হচ্ছে ত্রিভুজটির ক্ষেত্রফলের দ্বিগুন।
ত্রিভুজের ভুমি এবং উচ্চতা দেয়া থাকবে, এর ক্ষেত্রফলের দ্বিগুন বের করতে হবে।
ইনপুট
ইনপুট ফাইলের প্রথম লাইনে থাকবে টেস্ট কেসের সংখ্যা T (T≤50). এরপরে T সংখ্যক লাইন থাকবে যার প্রতিটিতে দুটি করে পূর্ণ সংখ্যা B এবং H থাকবে যারা যথাক্রমে ভূমি এবং উচ্চতা নির্দেশ করে। এখানে 1 ≤ B, H ≤ 1000.
আউটপুট
প্রতিটি কেসের জন্য একটি করে লাইন প্রিন্ট করতে হবে যেখানে “Case X: Y” লেখা থাকবে, যেখানে X হচ্ছে 1 থেকে শুরু করে কেসের নম্বর এবং Y হচ্ছে ত্রিভুজটির ক্ষেত্রফলের দ্বিগুন।
কোড কপি পেস্ট করে পাঠালে wrong answer কিন্তু ফাইল আপলোড করে দিলে accepted । এটা কেমন প্রবলেম ?
উত্তরমুছুনহুমম, এই সমস্যাটা আমি যাদের সার্ভিস ব্যবহার করছি, তাদের সমস্যা, আমার কিছু করার নেই এক্ষেত্রে।
মুছুনThe second output is wrong.
উত্তরমুছুন#include
উত্তরমুছুন#include
int main()
{
int a,b,i,c,d,e;
scanf("%d",&e);
for(i=1;i<=e;i++){
scanf("%d%d",&d,&c);
b=d*c;
a=(b/2)*2;
printf("Case %d: %d\n",i,a);
}
return 0;
}
Where is wrong ans???
প্রোগ্রাম ঠিক থাকা সত্বেও বারবার wrong answer আসে। কপি করে দিলেও wrong answer, ফাইল আপলোড করে দিলেও wrong answer আসে।
উত্তরমুছুন