প্রোগ্রামিং সংক্রান্ত নানান বই ঘরে বসে অনলাইনে অর্ডার করতে ক্লিক করুন এখানে

বাংলা ভাষায় পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখার ফ্রি বই - http://pybook.subeen.com

freopen ফাংশনের ব্যবহার

কোনো প্রোগ্রামিং সমস্যা পরীক্ষা করার সহজ উপায় হচ্ছে একটি ইনপুট ফাইল তৈরি করা এবং তার জন্য একটি আউটপুট ফাইল তৈরি করা। তারপরে প্রোগ্রমটিকে ওই ইনপুট ফাইল থেকে ইনপুট দিয়ে আরেকটি আউটপুট ফাইল তৈরি করা এবং আউটপুট ফাইল দুটি (যেটিতে সঠিক উত্তর আছে আর যেটি প্রোগ্রাম থেকে আপনাআপনি তৈরি হলো) তুলনা করে দেখা। তো ফাইল জিনিসটা নতুনদের বুঝতে একটু সমস্যা হয়। তাই আমি একটি শর্টকাট পদ্ধতি দেখিয়ে দিলাম, যেটি খুবই সহজ এবং কার্যকার।

freopen ফাংশনের ব্যবহার from Tamim Shahriar on Vimeo.


৫টি মন্তব্য:

  1. আচ্ছা freopen ব্যাবহার করে কি স্ট্রিং ইনপুট নেয়া যাবে?

    উত্তরমুছুন
  2. operating system হিসেবে যদি আমি উইন্ডোজ ব্যবহার করি সেক্ষেত্রে , দুইটি ফাইল এক কি না , এটা কিভাবে চেক করবো ?

    উত্তরমুছুন
  3. আমি প্রোগ্রামিং এর কাজ শিখতে চাই...১ম কি কি করতে হবে...প্লিজ সাজেস্ট করেন...

    উত্তরমুছুন

এখানে বিষয়সংশ্লিষ্ট মন্তব্য কিংবা প্রশ্ন করা যাবে। বাংলায় মন্তব্য করার সময় বাংলা হরফে লিখতে হবে। আর রোমান হরফে লিখলে ইংরেজিতে লিখতে হবে। নতুবা মন্তব্য প্রকাশ করা হবে না। ধন্যবাদ।