কোনো প্রোগ্রামিং সমস্যা পরীক্ষা করার সহজ উপায় হচ্ছে একটি ইনপুট ফাইল তৈরি করা এবং তার জন্য একটি আউটপুট ফাইল তৈরি করা। তারপরে প্রোগ্রমটিকে ওই ইনপুট ফাইল থেকে ইনপুট দিয়ে আরেকটি আউটপুট ফাইল তৈরি করা এবং আউটপুট ফাইল দুটি (যেটিতে সঠিক উত্তর আছে আর যেটি প্রোগ্রাম থেকে আপনাআপনি তৈরি হলো) তুলনা করে দেখা। তো ফাইল জিনিসটা নতুনদের বুঝতে একটু সমস্যা হয়। তাই আমি একটি শর্টকাট পদ্ধতি দেখিয়ে দিলাম, যেটি খুবই সহজ এবং কার্যকার।
freopen ফাংশনের ব্যবহার from Tamim Shahriar on Vimeo.
আচ্ছা freopen ব্যাবহার করে কি স্ট্রিং ইনপুট নেয়া যাবে?
উত্তর দিনমুছুনযাবে।
মুছুনoperating system হিসেবে যদি আমি উইন্ডোজ ব্যবহার করি সেক্ষেত্রে , দুইটি ফাইল এক কি না , এটা কিভাবে চেক করবো ?
উত্তর দিনমুছুনyou can use winmerge software
উত্তর দিনমুছুনআমি প্রোগ্রামিং এর কাজ শিখতে চাই...১ম কি কি করতে হবে...প্লিজ সাজেস্ট করেন...
উত্তর দিনমুছুন