সমস্যাটি পড়তে এবং সমাধান জমা দিতে ভিজিট করুন দ্বিমিক অনলাইন জাজ।
লিঙ্কঃ https://dimikoj.com/problems/15/
৫২টি প্রোগ্রামিং সমস্যা ও সমাধান বইতে এই সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে।
লিঙ্কঃ https://dimikoj.com/problems/15/
৫২টি প্রোগ্রামিং সমস্যা ও সমাধান বইতে এই সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে।
ভাইয়া, ইনপুট কি [A-Z][a-z][0-9] এর মধ্যে হবে নাকি শুধু [a-z] এর মধ্যে হবে? ইনপুট Bbc হলে আউটপুট কি
উত্তরমুছুনB = 1
b = 1
c = 1
হবে?
আমার তো মনে হচ্ছে জাজ ডাটায় প্রবলেম আছে।
আউটপুট শুধু [a-z] এর মধ্যে। নমুনা ইনপুট/আউটপুট দেখে তো এটা বুঝা যায়।
মুছুনআউটপুটে আপারকেস ক্যারেক্টারও থাকতে পারে।
মুছুনআউটপুটে আপারকেস ক্যারেক্টারও থাকতে পারে।
মুছুন৩য় আউটপুটে m = 2 হবে, 1 নয়।
উত্তরমুছুনMaybe there is some problem in judge input/output
উত্তরমুছুনসমস্যার বর্ণনায় ভুল ছিল, আপডেট করা হয়েছে।
মুছুনthere is nothing written about test case in description, but we can see 3 as test case in sample i/o
উত্তরমুছুনভাইয়া আপারকেস ক্যারেক্টার লোয়ারকেস ক্যারেক্টার থাকলে আউতপুট কেমন হবে ?????
উত্তরমুছুনআগে আপারকেস ক্যারেক্টার তারপর লোয়ারকেস ক্যারেক্টার হবে কি ??
ইনপুট যদি Baby হয়, মানে একটা লেটার যদি capital থাকে, তাহলে আউটপুটে কি b এর মান ২ হবে? নাকি B = 1 , b = 1 হবে?
উত্তরমুছুনAccepted :-D
উত্তরমুছুনমজা পেলাম। :-)
Accepted:).প্রথমে সব uppercase print করতে হবে ৷ তারপর lowercase.
উত্তরমুছুনইনপুট:
SuSt Cse
আইটপুট:
C = 1
S = 2
e = 1
s = 1
t = 1
u = 1
thanks !
মুছুনwhy is this showing runtime error(SIGSEGV)..plz help..
উত্তরমুছুনhere is my code...http://ideone.com/1IZswJ
Accepted...
উত্তরমুছুন