সমস্যাটি পড়তে এবং সমাধান জমা দিতে ভিজিট করুন দ্বিমিক অনলাইন জাজ।
লিঙ্কঃ https://dimikoj.com/problems/40/
লিঙ্কঃ https://dimikoj.com/problems/40/
৫২টি প্রোগ্রামিং সমস্যা ও সমাধান বইতে এই সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে।
বাংলা ভাষায় কম্পিউটার প্রোগ্রামিং শেখার বই। বইটিতে প্রোগ্রামিং ভাষা হিসেবে সি (C) ব্যবহার করা হয়েছে। প্রোগ্রামিংয়ের জগতে যারা নতুন, তাদের জন্য বইটি সহায়ক। ওয়েবসাইটের যেকোনো অংশ অবাণিজ্যিক উদ্দেশ্যে কপি, প্রিন্ট ও বিতরণ করা যাবে (সৃজনী সাধারণ অবাণিজ্যিক লাইসেন্স)।
প্রোগ্রামিং সংক্রান্ত নানান বই ঘরে বসে অনলাইনে অর্ডার করতে ক্লিক করুন এখানে
বাংলা ভাষায় পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখার ফ্রি বই - http://pybook.subeen.com
Last 2 outputs are wrong.
উত্তরমুছুনকিভাবে? :)
মুছুন2nd output- 5 10
মুছুন= 5^0+5^1+5^2+5^3+5^4+5^5+5^6+5^7+5^8+5^9+5^10
= 1+5+25+125+625+3125+15625+78125+390625+1953125+9765625
= 12207031
so its correct and 3rd output is also correct.
Because my code was accepted but they didn't match with the given ones. :)
উত্তরমুছুনAccepted :)
উত্তরমুছুনআমার প্রোগ্রামে ২ নং এর আউটপুট আসে 12207024 আর ৩ নং এর আসে 111109..কিন্তু accepted হইলো।
উত্তরমুছুন5 এর power যখন 2 তখন আসতেসে 24..এরকম আরও কয়েকটা তে হচ্ছে।এজন্যই রেজাল্ট মেলে নাই।কিন্তু কেন accepted হল সেটা বুঝলাম না।
উত্তরমুছুনএইটা precision সমস্যা.
মুছুনDouble data টাইপ নিয়ে করলে রেজাল্ট ঠিক দেখাবে.
এতো দিনে অবশ্য খুব সম্ভবত আপনারা নিজেরাই জানেন বেপার টা
আর libary টা অবশ্যই হতে হবে.(!=)
মুছুনI think there is a problem with online judge,so that the wrong answers are taken as correct.My code has been accepted .
উত্তরমুছুনমনে হচ্ছে জাজ ইনপুট-আউটপুটে সমস্যা আছে। আমি আপাতত এই প্রবলেমের জন্য সবামিশন বন্ধ করে দিচ্ছি। ঠিকঠাক করে পরে আবার চালু করবো।
উত্তরমুছুনভাই, কবে চালু করবেন?
মুছুনভাই, কবে চালু করবেন?
উত্তরমুছুনসুবিন ভাইয়া,
উত্তরমুছুনআমার কাছে অন্য একটা জিনিস সমস্যা মনে হইতেছে তা হল,যদি k<=6 হয় তাহলে তো 5 10 এ প্রোগ্রাম return 0 দেখানোর কথা????