প্রোগ্রামিং সংক্রান্ত নানান বই ঘরে বসে অনলাইনে অর্ডার করতে ক্লিক করুন এখানে

বাংলা ভাষায় পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখার ফ্রি বই - http://pybook.subeen.com

মৌলিক কী না

সমস্যাটি পড়তে এবং সমাধান জমা দিতে ভিজিট করুন দ্বিমিক অনলাইন জাজ।
লিঙ্কঃ https://dimikoj.com/problems/49/

৫২টি প্রোগ্রামিং সমস্যা ও সমাধান বইতে এই সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে।

১২টি মন্তব্য:

  1. প্রবলেমটির টাইম লিমিট কত সেকেন্ড প্লিজ একটু জানাবেন

    উত্তরমুছুন
  2. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  3. ১৩ ডিজিটের সংখ্যা তো int টাইপের ভেরিয়েবল নিতে পারে না......... তাহলে এখানে কি স্ট্রিং ব্যবহার করতে হবে?

    উত্তরমুছুন
  4. ভাইয়া আমার এই কোড টা তে প্রব্লেম কি??? বার বার টাইম লিমিট এক্সিড দেখাচ্ছে্‌,.........


    #include
    int main()
    {
    long long int i,n;
    int t;
    scanf("%d",&t);
    if(t<=10)
    {
    while(t--)
    {
    scanf("%lld",&n);
    int p=0;
    for(i=2;i<=n/2;++i)
    {
    if((n%i)==0)
    {
    p=1;
    break;
    }
    }
    if(p==0)
    printf("%lld is a prime\n",n);
    else
    printf("%lld is not a prime\n",n);
    }
    }
    return 0;
    }

    উত্তরমুছুন
  5. ৯০ জন মানুষ এটা টাইম লিমিটের মধ্যেই সমাধান করতে পেরেছে। তাই টাইম লিমিট বাড়ানো নয়, বরং অ্যালগরিদম সঠিক হওয়া প্রয়োজন।

    উত্তরমুছুন
  6. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  7. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন

এখানে বিষয়সংশ্লিষ্ট মন্তব্য কিংবা প্রশ্ন করা যাবে। বাংলায় মন্তব্য করার সময় বাংলা হরফে লিখতে হবে। আর রোমান হরফে লিখলে ইংরেজিতে লিখতে হবে। নতুবা মন্তব্য প্রকাশ করা হবে না। ধন্যবাদ।