প্রোগ্রামিং সংক্রান্ত নানান বই ঘরে বসে অনলাইনে অর্ডার করতে ক্লিক করুন এখানে

বাংলা ভাষায় পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখার ফ্রি বই - http://pybook.subeen.com

প্রোগ্রামিং শেখার জন্য কী ধরণের কম্পিউটার কিনব?

এই প্রশ্নটা যদিও প্রোগ্রামিং সংশ্লিষ্ট নয়, তবুও এই প্রশ্নটি কম্পিউটার প্রোগ্রামিং বইয়ের ফেসবুক পেজে অনেকবার করা হয়েছে। এর উত্তর হচ্ছে : যেকোনো কম্পিউটার যেখানে উইন্ডোজ, লিনাক্স কিংবা ম্যাক চলে। প্রথম কম্পিউটার যত কম দামে কিনতে পারা যায় ততই ভালো। তুমি তোমার বাজেট অনুযায়ী কিনবে। যেকোনো ব্রান্ড কিনতে পারো, তবে ডেল (Dell) এবং এইচপি (HP) একটু বেশি জনপ্রিয়। ডেস্কটপ বা ল্যাপটপ, তোমার যেটি সুবিধা হয়। আর প্রোগ্রামিং শিখতে খুব ভালো ল্যাপটপের দরকার নেই, ৩০-৩৫ হাজার টাকার মধ্যে একটা কিনে নিতে পারো। আর বাজেট আরো বেশি থাকলে আরো ভালো কিনতে পারো। ঢাকার আগারগাঁতে অবস্থিত আইডিবি ভবনে অনেক কম্পিউটারের দোকান আছে, সেখানে দেখতে পারো। অথবা ঢাকার এলিফেন্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারেও দেখতে পারো। সেখানে ৯ তালায় (লিফটের ৮) প্যানারোমা কম্পিউটার (Panaroma Computer) ভালো দোকান। দাম অন্যদের চেয়ে কম না রাখলেও সার্ভিস ভালো দেয়। দোকানের মালিক শাহাদাত ভাই (ফোন : 01711-468368)-কে আমার কথা বললে হয়ত খাতির করতে পারে। ওয়েবসাইটের লিঙ্ক : http://goo.gl/2IDmcV

1 টি মন্তব্য:

এখানে বিষয়সংশ্লিষ্ট মন্তব্য কিংবা প্রশ্ন করা যাবে। বাংলায় মন্তব্য করার সময় বাংলা হরফে লিখতে হবে। আর রোমান হরফে লিখলে ইংরেজিতে লিখতে হবে। নতুবা মন্তব্য প্রকাশ করা হবে না। ধন্যবাদ।