এই প্রশ্নটা যদিও প্রোগ্রামিং সংশ্লিষ্ট নয়, তবুও এই প্রশ্নটি কম্পিউটার প্রোগ্রামিং বইয়ের ফেসবুক পেজে অনেকবার করা হয়েছে। এর উত্তর হচ্ছে : যেকোনো কম্পিউটার যেখানে উইন্ডোজ, লিনাক্স কিংবা ম্যাক চলে। প্রথম কম্পিউটার যত কম দামে কিনতে পারা যায় ততই ভালো। তুমি তোমার বাজেট অনুযায়ী কিনবে। যেকোনো ব্রান্ড কিনতে পারো, তবে ডেল (Dell) এবং এইচপি (HP) একটু বেশি জনপ্রিয়। ডেস্কটপ বা ল্যাপটপ, তোমার যেটি সুবিধা হয়। আর প্রোগ্রামিং শিখতে খুব ভালো ল্যাপটপের দরকার নেই, ৩০-৩৫ হাজার টাকার মধ্যে একটা কিনে নিতে পারো। আর বাজেট আরো বেশি থাকলে আরো ভালো কিনতে পারো। ঢাকার আগারগাঁতে অবস্থিত আইডিবি ভবনে অনেক কম্পিউটারের দোকান আছে, সেখানে দেখতে পারো। অথবা ঢাকার এলিফেন্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারেও দেখতে পারো। সেখানে ৯ তালায় (লিফটের ৮) প্যানারোমা কম্পিউটার (Panaroma Computer) ভালো দোকান। দাম অন্যদের চেয়ে কম না রাখলেও সার্ভিস ভালো দেয়। দোকানের মালিক শাহাদাত ভাই (ফোন : 01711-468368)-কে আমার কথা বললে হয়ত খাতির করতে পারে। ওয়েবসাইটের লিঙ্ক : http://goo.gl/2IDmcV
বাংলা ভাষায় কম্পিউটার প্রোগ্রামিং শেখার বই। বইটিতে প্রোগ্রামিং ভাষা হিসেবে সি (C) ব্যবহার করা হয়েছে। প্রোগ্রামিংয়ের জগতে যারা নতুন, তাদের জন্য বইটি সহায়ক। ওয়েবসাইটের যেকোনো অংশ অবাণিজ্যিক উদ্দেশ্যে কপি, প্রিন্ট ও বিতরণ করা যাবে (সৃজনী সাধারণ অবাণিজ্যিক লাইসেন্স)।
প্রোগ্রামিং সংক্রান্ত নানান বই ঘরে বসে অনলাইনে অর্ডার করতে ক্লিক করুন এখানে
বাংলা ভাষায় পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখার ফ্রি বই - http://pybook.subeen.com
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
if I buy a netbook or do it in a tablet any problem
উত্তরমুছুন