প্রোগ্রামিং সংক্রান্ত নানান বই ঘরে বসে অনলাইনে অর্ডার করতে ক্লিক করুন এখানে

বাংলা ভাষায় পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখার ফ্রি বই - http://pybook.subeen.com

[FAQ] সি শিখেছি, এখন কোনটা শিখবো?

যেই বইটা পড়ে সি শিখেছ, সেটা আবার পড়। দেখবে অনেক কিছু প্রথমবার যেরকম বুঝেছিলে, এবার তার চেয়ে আরো ভালোভাবে বুঝতে পারছ। তারপরে সি-এর আরেকটা বই পড়ে ফেলো, এবং পড়ার সাথে সাথে বইয়ের উদাহরণ ও অনুশীলনীগুলো করো। তারপরে তোমার আরেকটু প্রোগ্রামিং শেখার জন্য এই ওয়েবসাইটের দেওয়া সমস্যাগুলো সমাধানের চেষ্টা কর। এগুলো হয়ে গেলে তুমি lightoj.com-এ রেজিস্ট্রেশন করে বিগিনার লেভেলের কিছু সমস্যার সমাধান করবে। এবার সি প্লাস প্লাস শিখতে পারো। বাংলায়ে কোনো ভালো সি প্লাস প্লাস-এর বইয়ের কথা আমার জানা নেই, তাই হার্বার্ট শিল্ডের 'টিচ ইয়োরসেল্ফ সি প্লাস প্লাস' বইটা কিনে ফেলো (ঢাকার নিউমার্কেট ও নীলক্ষেতে বইটা পাবে)। এই বইটাও একাধিকবার পড়তে হবে এবং পড়ার সাথে সাথে উদাহরণ ও অনুশীলনী নিজে করতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এখানে বিষয়সংশ্লিষ্ট মন্তব্য কিংবা প্রশ্ন করা যাবে। বাংলায় মন্তব্য করার সময় বাংলা হরফে লিখতে হবে। আর রোমান হরফে লিখলে ইংরেজিতে লিখতে হবে। নতুবা মন্তব্য প্রকাশ করা হবে না। ধন্যবাদ।