প্রোগ্রামিং সংক্রান্ত নানান বই ঘরে বসে অনলাইনে অর্ডার করতে ক্লিক করুন এখানে

বাংলা ভাষায় পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখার ফ্রি বই - http://pybook.subeen.com

ইউনিট ৫ – স্ট্রিং

এই ইউনিটে আমরা শিখবো স্ট্রিং। তো চলো শুরু করে দেই:

 

 

 

এখন স্ট্রিং নিয়ে আরেকটু টানাটানি করা যাক।

 

 

 

এবারে স্ট্রিংয়ের দৈর্ঘ্য নির্ণয়ের পদ্ধতি শিখে ফেলি:

 

 

 

এখন দুটো স্ট্রিং জোড়া দিবো (গিট্টু):

 

 

 

আসকি (ASCII) নিয়ে আলোচনা:

 

 

 

স্ট্রিংয়ের অ্যারে –

 

 

 

স্ট্রিংয়ের কাজ সহজে করার জন্য আছে লাইব্রেরি। কী আছে সেখানে?

 

 

 

এতক্ষণ লেকচারে যেসব প্রোগ্রাম দেখলে সবগুলো অবশ্যই নিজে চর্চা করবে। আর স্ট্রিং নিয়ে একটু পড়তে চাইলে ‘কম্পিউটার প্রোগ্রামিং’ বইয়ের স্ট্রিং অধ্যায়টা পড়ে ফেলো। আগামী ইউনিটে কোর্সটি শেষ হবে। শেষ ইউনিটের লিঙ্ক


1 টি মন্তব্য:

এখানে বিষয়সংশ্লিষ্ট মন্তব্য কিংবা প্রশ্ন করা যাবে। বাংলায় মন্তব্য করার সময় বাংলা হরফে লিখতে হবে। আর রোমান হরফে লিখলে ইংরেজিতে লিখতে হবে। নতুবা মন্তব্য প্রকাশ করা হবে না। ধন্যবাদ।