এই পর্বে আমরা দুইটা নতুন জিনিস শিখবো। ফাংশন ও অ্যারে।
ফাংশন কী? এর সাথে পপকর্ন কীভাবে জড়িত?
ফাংশনের গঠন ও লাইব্রেরি ফাংশন কী?
কিভাবে নিজে নিজে ফাংশন লিখবো?
ফাংশন ব্যবহারের কিছু উদাহরণ দেখবো।
আ্যারে কাকে বলি?
অ্যার ব্যবহার করে কিছু প্রোগ্রাম লেখা যাক।
এবারে দুই মাত্রার অ্যারে (two dimensional array) সম্পর্কে জানা যাক।
দুই মাত্রার অ্যারের কিছু উদাহরণ:
কম্পিউটার প্রোগ্রামিং বইয়ের ফাংশন ও অ্যারে অধ্যায় দুটো পড়তে পারো এবারে।
আহা।।খুব ভাল
উত্তরমুছুন