প্রোগ্রামিং সংক্রান্ত নানান বই ঘরে বসে অনলাইনে অর্ডার করতে ক্লিক করুন এখানে

বাংলা ভাষায় পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখার ফ্রি বই - http://pybook.subeen.com

প্রোগ্রামিং সমস্যা সমাধানের গাইডলাইন - ১

প্রোগ্রামিং প্রতিযোগিতায় যারা এক্কেবারে নতুন, তারা শুরুতে সবচেয়ে বেশি যেই সমস্যাটায় পড়ে, তা হচ্ছে ইনপুট ও আউটপুট নিয়ে। দেখা যায় সমস্যা ঠিকমতো সমাধান করার পরেও সেটা একসেপ্ট হয় না। তাই ইনপুট-আউটপুট কিভাবে নিতে হবে এবং কিভাবে সাবমিট করতে হবে, সেটি সহজভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে।


প্রোগ্রামিং সমস্যা সমাধানের গাইডলাইন - ১ from Tamim Shahriar on Vimeo.


বইটি পাওয়া যাচ্ছে নীলক্ষেতের হক লাইব্রেরি ও রকমারি ডট কম-এ। রকমারি ডট কম থেকে অনলাইনে অর্ডার করতে হলে (কিংবা বিস্তারিত জানতে হলে) ওপরের ছবিতে ক্লিক করতে হবে। 


৮টি মন্তব্য:

এখানে বিষয়সংশ্লিষ্ট মন্তব্য কিংবা প্রশ্ন করা যাবে। বাংলায় মন্তব্য করার সময় বাংলা হরফে লিখতে হবে। আর রোমান হরফে লিখলে ইংরেজিতে লিখতে হবে। নতুবা মন্তব্য প্রকাশ করা হবে না। ধন্যবাদ।